মাথা ঘেঁষে উড়ে গেল বিমান

biman_pic_9983ক্যারিবিয়ান দ্বীপের সেন্ট বার্টস্ বিমানবন্দরের আশেপাশে ঘুরে ঘুরে ছবি তুলছিলেন তিনি। খুব কাছ থেকে বিমানের ওঠানামার ভিডিও তুলতে মগ্ন হয়ে ছিলেন।

মার্কিন এই পর্যটক জানতেন না এই বিমানবন্দরে কতটা নিচু দিয়ে বিমান ওঠানামা করে। ফল হতে যাচ্ছিল ভয়ংকর।

ওই পর্যটকের প্রায় মাথা ছুঁয়ে হুস করে বেরিয়ে গেল একটি বিমান। একটুর জন্য প্রাণে বাঁচলেন।

অবশ্য মাথা ঘেঁষে বেরিয়ে যাওয়া এই মৃত্যুকে তোয়াক্কা করছেন না এই পর্যটক। উপরন্তু বিমানের নেমে আসার ৩৬০ ডিগ্রি ভিডিও পেয়ে তিনি আহ্লাদে আটখানা।

সূত্র: আনন্দবাজার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.