ফাঁস হয়ে গেল বিকিনি পরিহিতা বিমান সেবিকাদের ছবি (ভিডিও)

Bimanbalaএভিয়েশন নিউজ: বিভিন্ন বেসরকারি বিমান সংস্থাগুলো তাদের নিজেদের ব্র্যান্ডের প্রচারণায় নানা ধরনের অভিনব পন্থা অবলম্বন করে থাকে।

সম্প্রতি ভিয়েতনামের বিমানসংস্থা ‘ভিয়েতজেট’ নিজেদের প্রচারে বিমান সেবিকাদের লাল ও হলুদ রঙের বিকিনি পড়িয়ে নানা ভঙ্গিমায় সেই মুহূর্তগুলি ফ্রেমবন্দি করেছে।

এমনকি একটি ভিডিওতে দেখা গেছে বিমানের যাত্রীদের জন্য এসব বিমান সেবিকারা বিকিনি পরিহিত অবস্থায় নেচে নেচে মনোরঞ্জনের চেষ্টা করছেন।

তবে বিমানসংস্থা ভিয়েতজেটের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এই বিকিনি পরিহিতা বিমান সেবিকাদের ছবি অফিসিয়াল কোনও প্রচারে ব্যবহার করা হবে না, কিন্তু লিঙ্গারি মডেল নোজক ত্রিনহ সেই ফটোশ্যুটের ছবিগুলো ফাঁস করে দেয়।

এতে বিমান সংস্থাটি ছবিগুলো ব্যবহার করুক আর নাই করুক, ফাঁস হয়ে যাওয়া ছবিগুলোর ওপর হুমড়ি খেয়ে পড়েছেন ইন্টারনেট ব্রাউজাররা।বিকিনি পরিহিতা বিমান সেবিকাদের নাচ দেখুন নিচের ভিডিওতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.