আগষ্ট মাস পর্যন্ত বিমানের ঢাকা লন্ডন রুটের টিকিট নাই

হাহাকার লেগে গেছে টিকিটের জন্য, নির্বিকার কতৃপক্ষ

আন্তর্জাতিক রুট খুলে দেয়ার পর গত ২১ জুন থেকে বিমান ঢাকা-লন্ডন-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে। সপ্তাহে একটি ফ্লাইট হওয়ার কারণে টিকিটের জন্য হাহাকার লেগে গেছে।

যাত্রীরা বলেছেন, বিমান অফিসে যোগাযোগ করেও তারা টিকিট পাচ্ছেন না। বিমানের বাণিজ্যক অফিস এবং ট্রাভেল এজেন্সিগুলো বলছে, আগামী আগষ্ট মাস পর্যন্ত সীট খালি নেই।

এদিকে টিকিটের এত চাপ থাকার পরও বিমান কতৃপক্ষ কেন এই রুটে ফ্লাইট বাড়াচ্ছেন না সেটা তাদের বোধগম্য হচ্ছে না। এই রুটে চলার জন্য বিমানের বোয়িং ৭৭৭, বোয়িং ৭৮৭ মডেলের একাধিক উড়োজাহাজ অলস বসে থাকলেও বিমান কতৃপক্ষ ফ্লাইট বাড়াচ্ছে না। টিকিট না পেয়ে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

অনেকের অফিস-স্কুল কলেজ শুরু হয়ে গেছে। কিন্তু ফ্লাইটের অভাবে তারা লন্ডন যেতে পারছেন না।
এদিকে বিমানের ফ্লাইট কম থাকার সুযোগে বিদেশী এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাড়িয়ে এসব যাত্রীদের তাদের ফ্লাইটে নিয়ে নিচ্ছে।

একই সঙ্গে টিকিটের দাম বাড়িয়ে একক মনোপিল ব্যবসা শুরু করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.