জুলাই মাসে অনুষ্ঠেয় ইউরোপীয়ান কাউন্সিলের সভায় যোগ দিতে নিজের বিয়ের আয়োজন পিছিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেড্রিকসন।
বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন ড্যানিশ প্রধানমন্ত্রী।
যা পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর হিসাবে প্রকাশিত হয়।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস বিস্তার লাভ করার পর এই প্রথম ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা আলোচনায় বসতে যাচ্ছেন।
আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় ওই সভায় নেতারা ইউরোপীয়ান ইউনিয়নের বাজেট এবং করোনা পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা করবেন।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বো টেনবার্গ নামে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ফ্রেড্রিকসন লেখেন,
‘আমি এই ব্যক্তিটিকে বিয়ে করার পরিকল্পনা করেছি। আর ব্রাসেলসে ওই সময়ই কাউন্সিল সভা আহ্বান করা হয়েছে।
কিন্তু আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে এবং ডেনমার্কের স্বার্থ সুরক্ষিত করতে হবে।’
জন হপকিসন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যে ডেনমার্কে প্রায় ১৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ছয় শতাধিক।