ঢাকা থেকে দুবাই গামী ফ্লাইটে ভ্রমনের জন্য কোভিট-১৯ নেগেটিভ সাটিফিকেট বাধ্যতামুলক না। সাটিফিকেট না থাকলেও যে কোন এয়ারলাইন্সে ভ্রমন করা যাবে। কিন্তু আপনাকে দুবাই বিমানবন্দরে এ জন্য বড় ধরনের মাশুল গুনতে হতে পারে।
কারণ প্রতিটি ফ্লাইট অবতরণের পর দুবাই বিমানবন্দরে যাদের নেগেটিভ সাটিফিকেট থাকবে না তাদের কোভিট-১৯ করোনা ভাইরাস টেস্ট করানো হবে। সে ক্ষেত্রে টেস্টের রেজাল্ট না আসা পযন্ত ওই যাত্রীকে কোয়ারেনটাইনে থাকতে হবে। যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে আপনি বেঁচে গেলেন।
কিন্তু যদি রেজাল্ট পজেটিভ আসে তাহলে আপনাকে দুবাই বিমানবন্দরে, কিংবা তাদের মনোনিত স্থানে ১৪ দিন নিজ খরচে কোয়ারেইটাইনে থাকতে হবে। পাশাপাশি যদি কোন হাসপাতালে গিয়ে চিকি/সা নিতে হয় সেজন্য সব খরচ বহন করতে হবে।
অপর দিকে কোন যাত্রী যদি দুবাইতে ট্রানজিট পেসিঞ্জার হয়ে থাকেন তাহলে তাকে দুবাইতে কোন ধরনের টেস্ট করানো হবে না। সেক্ষেত্রে শেষ গন্তব্যে গিয়ে ওই দেশের আইন অনুযায়ী টেস্ট কিংবা কোয়ারেইটাইনে থাকতে হবে।