আগের পরীক্ষার সর্বোচ্চ নম্বর ধরেই এইচএসসির পরীক্ষার ফল দেবে পশ্চিমবঙ্গ

করোনার সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় ভারতজুড়ে জারি হয়েছিল লকডাউন।
স্থগিত হয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা। পরে শুক্রবার স্থগিত তিনটি পরীক্ষাই বাতিল করার কথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বাতিল হওয়া তিনটি পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হবে তা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আলোচনা করেছে।
শুক্রবার রাতে সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাতিল হওয়া তিনটি পরীক্ষার নম্বর কিভাবে পাওয়া যাবে, তা নিয়ে শিক্ষার্থীদের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। উদ্বিগ্ন তাদের অভিভাবকরা।
কিভাবে হবে মূল্যায়ন, সে বিষয়টি স্পষ্ট করেছে সংসদ।
যেমন ধরুন কোনো ছাত্র বা ছাত্রী যে লিখিত পরীক্ষাগুলো দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ নম্বরকেই বাতিল পরীক্ষার নম্বর হিসাবে ধরা হবে।
যদি কোনো ছাত্র বা ছাত্রী তার দেওয়া লিখিত পরীক্ষাগুলির মধ্যে সর্বোচ্চ ৮০ পেয়ে থাকে, তাহলে বাতিল হওয়া বিষয়ের পরীক্ষাগুলোতেও তাকে ৮০ই দেওয়া হবে।

আবার কোনো পরীক্ষার্থী মনে করতেই পারে যে তার প্রস্তুতি অনুযায়ী বাতিল হওয়া তিনটি পরীক্ষায় হয়তো আরো বেশি নম্বর পেতে পারত।
সেই সব ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীকে তার স্কুলের কাছে আবেদন জানাতে হবে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই আবেদনকারীর আবারো পরীক্ষা নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.