রাশিয়া মার্কিন সেনাদের হত্যা করার ব্যাপারে আফগানিস্তানে তালেবানদের সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গিদের অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছিল। এই তথ্য জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছে, তালেবানের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জঙ্গিদের রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যদি আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীকে হত্যা করে, তাহলে অর্থায়ন করা হবে।
আফগানিস্তান থেকে সেনা সরানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার জেরে রাশিয়া এ ধরনের প্রস্তাব দিয়েছে বলেও গোয়েন্দারা জানতে পেরেছেন।
মার্কিন গোয়েন্দারা নাম প্রকাশ না করার শর্তে সিএনএন-কে জানিয়েছেন, এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পও জানেন। তিনি মার্চ মাস থেকে বিষয়টি জানলেও কোনো ধরনের সিদ্ধান্ত জানাননি।
সূত্র : সিএনএন