মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম আবার চালু হচ্ছে সউদী আরবে

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সউদী আরবের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে।
এবার দেশটির ইসলামিক এফেয়ার্স মন্ত্রণালয়ের নির্দেশনায় মসজিদগুলোতে পুনরায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে। -খবর আল আরাবিয়া

মন্ত্রণালয় থেকে ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালু করা বিষয়ে এক ঘোষণায় বলা হয়, পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। নামাজ শেষ হওয়ার পর পরই তা যেন শুরু হয়। খেয়াল রাখতে হবে কোনো বয়ান যাতে ৩০ মিনিটের বেশি দীর্ঘ না হয়।

সৌদি মন্ত্রণালয় গত বুধবার এই সিদ্ধান্ত কার্যকর করেছে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হবে। কেউ অমান্য করলে তাকে জরিমানার বিধানও করা হয়েছে।

সৌদি আরবের মসজিদগুলোতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মুসল্লিরা কোরআন ও হাসিদের আলোকে নিজেদের মধ্যে আলোচনা ও শিক্ষাদান কর্মসূচি অব্যাহত রাখতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.