অনুমতি না মিললেও টিকিট বিক্রি শুরু করেছে টার্কিশ এয়ারলাইন্স

বিপাকে যাত্রীরা ও ট্রাভেল এজেন্সিগুলো

আগামী ১ জুলাই থেকে ঢাকা-ইস্তাম্বুল রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে ট্রাভেল এজেন্সিগুলোর জন্য টিকিট বিক্রি উন্মুক্ত করে দিয়েছে টার্কিশ এয়ারলাইনস।
এর পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে এয়ারলাইনসটির ফ্লাইটের টিকিটও বিক্রি করে এজেন্সিগুলো।
কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে লিখিত অনুমোদন না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে

১ জুলাই থেকে ফ্লাইট চালুর প্রক্রিয়া। এতে করে ট্রাভেল এজেন্সিগুলো ছাড়া টিকিট কেনা যাত্রীরা বিপাকে পড়েছেন।

ট্রাভেল এজেন্সিগুলো বলছে, টার্কিশ এয়ারলাইনসের সিস্টেমে আগামী ১ জুলাই থেকে ফ্লাইট অ্যাভেইলেবল করা ছিল।
অর্থাৎ ট্রাভেল এজেন্সিগুলোর ওইদিন থেকে বিভিন্ন ফ্লাইটের টিকিট বিক্রিতে কোনো বাধাও ছিল না।

যাত্রী চাহিদাও ছিল প্রচুর। এ কারণে ট্রাভেল এজেন্সিগুলো বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রিও করেছে।
কিন্তু এয়ারলাইনসটির পক্ষ থেকে হঠাৎ করেই জানানো হয়, বেবিচকের অনুমোদন না পাওয়ায় ১ জুলাই থেকে ফ্লাইট চালু করা যাচ্ছে না। এরই মধ্যে যেসব টিকিট বিক্রি করা হয়েছে, সেগুলোও রিশিডিউল করার নির্দেশ দিয়েছে টার্কিশ এয়ারলাইনস।

এ বিষয়ে জানতে চাইলে টার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের জিএসএ প্রতিষ্ঠান অ্যারোম্যাট সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল লতিফ শাহরিয়ার জাহিদি বলেন, আমরা বেবিচক থেকে মৌখিক অনুমোদনের ভিত্তিতেই ফ্লাইট চালুর যাবতীয় প্রস্তুতি নিয়েছি।
আগামী ৩ জুলাই থেকে ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। করোনার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে অনেক কিছুই অনিশ্চিত। প্রাথমিকভাবে ঢাকা থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। তবে অনেক যাত্রী আছেন, যারা আগে থেকেই বিভিন্ন গন্তব্যের টিকিট কিনে রেখেছেন।
তাদের যাত্রার দিন যদি রোববার, মঙ্গলবার ও শুক্রবার ছাড়া অন্য দিন হয়, সেক্ষেত্রে তারা বিনা মূল্যে তাদের টিকিটগুলো এ তিনদিনের যেকোনো একদিন নিতে পারবেন।

প্রসঙ্গত, টার্কিশ এয়ারলাইনস ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুুল শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।
বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী অধিকাংশ যাত্রীই ইস্তাম্ব্বুলে ট্রানজিট নিয়ে থাকেন।
টার্কিশ এয়ারলাইনস বলছে, করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চলাচল নিশ্চিত করার জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য সম্প্রতি টার্কিশ এয়ারলাইনসের পক্ষ থেকে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আগামী ১ জুলাই থেকে এয়ারলাইনসটিকে ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়ার জন্য মৌখিক অনুমতিও দেয় বেবিচক।

এ প্রসঙ্গে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর বলেন,
ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য টার্কিশ এয়ারলাইনসকে ১ জুলাই এবং ওমান এয়ারকে ৩ জুলাই থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আজ টার্কিশ এয়ারলাইনসকে এ নিয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হতে পারে।
সূত্রঃ বণিক বার্তা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.