সামাজিক দূরত্বের স্টিকার তুলে ফেলা হয়েছিল ট্রাম্পের সমাবেশে

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী সমাবেশের আগে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার টালসায় হাজার হাজার সামাজিক দূরত্ব বজায় রাখার স্টিকার খুলে ফেলা হয়েছিল, শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

গত ২০ জুন করোনাভাইরাস লকডাউনের মধ্যেই নির্বাচনী প্রচারণায় নামেন ট্রাম্প। টালসায় ওই সমাবেশে উপস্থিত সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য ১২ হাজার সিটে ‘দয়া করে এখানে বসবেন না’ লিখা স্টিকার লাগানো হয়।

কিন্তু সমাবেশ শুরুর আগে তা তুলে ফেলার নির্দেশ দেন ট্রাম্প, এমনটাই জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক পত্রিকাটি।

একটি ভিডিওতে সমাবেশের দিন সিটগুলো থেকে স্টিকার খুলে ফেলার দৃশ্য দেখা যায়। ওই ইভেন্টে কাজ করা এক কর্মী ওয়াশিংটন পোস্টের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া একটি কাগজে সই করতে হয়েছিল যারা সমাবেশে অংশ নিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল অসুস্থ হলে কেউ এই সমাবেশকে দায়ী করতে পারবেন না।

একটি কারণে ওই দিনের সমাবেশ অবশ্য আরও বেশী আলোচিত হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সমাবেশে না আসতে একটি প্রচারণা চালানো হয়। সমাবেশ উপস্থিতির সংখ্যাও ছিল প্রত্যাশার চেয়ে বেশ কম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.