কাল ঢাকায় আসছে না এয়ার এরাবিয়া

শারজাহ বিমানবন্দরের অনুমোদন মেলেনি

১ জুলাই বুধবার থেকে শারজাহ-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার কথা থাকলেও কাল ঢাকায় আসছে না এয়ার এরাবিয়া। মঙ্গলবার রাতে যোগাযোগ করা হলে এয়ার এরাবিয়ার ঢাকা অফিস এই তথ্য জানায়।

এই অবস্থায় ১ জুলাই দুবাই যাওয়া এবং দুবাই থেকে ফিরে আসা বাংলাদেশীদের জন্য যারা এয়ার এরাবিয়ার টিকিট কেটেছেন তাদের ফ্লাইট রিসিডিউল করা হবে বলে ওই অফিস সুত্রে জানানো হয়।

জানাগেছে, শারজাহ বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালণার জন্য আনুসংগীক অনুমতি না পাওয়ায় কাল ফ্লাইট পরিচালণা করবে না এয়ার এরাবিয়া। সেই ক্ষেত্রে তাদের পরের ফ্লাইটের তারিখ হচ্ছে ৩ জুলাই শুক্রবার।

উল্লেখ্য গত রোববার বাংলাদেশের সিভিল এভিয়েশন কতৃপক্ষ শারজাহ ঢাকা শারজাহ রুটে ফ্লাইট পরিচালণা করার জন্য এয়ার এরাবিয়াকে অনুমোদন দেয়। ওইদিন একই সংগে তুরস্কের বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সকেও ঢাকা রুটে ফ্লাইট পরিচালণার অনুমোদন দেয়।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.