গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে করোনায় ৫০ জনের মৃত্যু হয়েছে, যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৮৭ জন।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানিয়েছেন মুখপাত্র ড. মুহাম্মদ আল আব্দুল আলি। সময় তিনি জানান, গত একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬৪৮ জন ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সংক্রমণের দিক দিয়ে ১৫তম স্থানে থাকা দেশ সৌদি আরবে এ পর্যন্ত ১৬ লাখ ৩৯ হাজার ৩১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৮২১ জন।
সৌদি আরবে এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৬৪৯জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৫৮ হাজার ৪০৮ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ২ হাজার ২৭৮ জন।