দীর্ঘ হচ্ছে সর্বনাশা করোনায় মৃত্যুর মিছিল। প্রতিদিন লাশের সারিতে যোগ হচ্ছেন হাজার হাজার মানুষ। আক্রান্ত হচ্ছেন সমানতালে। বৈশ্বিক এই মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রান্ত ও প্রাণহানির সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম এই ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সারা বিশ্বে বুধবার সকাল ১০ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি পাঁচ লাখ ৮৬ হাজার ৩৮১ মানুষ।
তাদের মধ্যে বর্তমানে ৪২ লাখ ৭৬ হাজার ৭০১ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৭ হাজার ৭৮৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পাঁচ লাখ ১৩ হাজার ৯২৫ জন রোগী মারা গেছেন।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫৭ লাখ ৯৫ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে ।