যাত্রীদের শরীরে করোনা : ইতালিতে যাওয়া বাংলাদেশিদের পরবর্তী ফ্লাইট অনিশ্চিত
ইতালির প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকায় বাংলাদেশের নাম
বিশেষ ফ্লাইটে করে ইতালিতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে নতুন করে আরও ২০ জনের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব।
এদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, আগামী ২ এবং ৬ জুলাই বিমানের আরও দুটি বিশেষ ফ্লাইট রোমে পৌঁছানের কথা রয়েছে।
তবে, বাংলাদেশিদের কারণে দেশটিতে নতুন করে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ফ্লাইট দুটি নিয়ে।
ইতালির প্রথম সারির জাতীয় দৈনিকগুলোতে এখন বাংলাদেশের নাম। দেশ থেকে করোনায় আক্রান্ত হয়ে ফিরে আসছেন একের পর এক প্রবাসী বাংলাদেশি।
এমনকি, পুলিশের কাছে স্বীকারও করছেন তারা।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানী রোমের বাইরে নতুন করে আরও ২০ বাংলাদেশির শরীরে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব।
যাদেরকে রাখা হয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। এছাড়াও, রোমে আক্রান্তদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, একের পর এক বাংলাদেশির শরীরে ভাইরাস শনাক্ত হওয়ায় ইতালীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে, আক্রান্তরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন- এমন খবর সঠিক নয় বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
ইতালি প্রবাসী বাংলাদেশিরা জানান, যারা এসেছে এবং যারা আসছে তারা যেনো অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকেন। তথ্য গোপন করা কোনোভাবেই ঠিক না।
এর মধ্যেই, আগামী ২ এবং ৬ জুলাই বাংলাদেশ বিমানের আরও দু’টি বিশেষ ফ্লাইট রোমে আসার কথা রয়েছে। যদিও, বাংলাদেশিদের মাধ্যমে করোনার সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ায়, অনিশ্চয়তা দেখা দিয়েছে এ ফ্লাইট দুটি নিয়ে।
সময় নিউজ ডট টিভি