অস্ট্রেলিয়াতে আবারও করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয়েছে। গেলো এক সপ্তাহ ধরে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা।
তবে বিশাল এই দেশটির ৬টি অঙ্গরাজ্যের মধ্যে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এ সংখ্যাটা বেশি।
গত ৯ জুন অস্ট্রেলিয়াতে নতুন করোনা রোগীর সংখ্যা নেমে এসেছিল শূন্যতে।
সরকার লকডাউন শিথিল করার অগ্রিম ঘোষণা দিলে নতুন করে বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা।
অস্ট্রেলিয়ার প্রজনন মন্ত্রী জানিয়েছেন, ২০২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার বর্ডার সাধারণ যাত্রীদের জন্যে বন্ধ থাকবে।
এ কারণে ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশে আটকা পড়েছে শিক্ষার্থীরা। তাদেরকে অনলাইনে আগামি কোর্সটি বন্ধ করতে হবে।
শিক্ষার্থীরা জানায়, অনলাইন ক্লাসের কারণে আমরা প্র্যাকটিক্যাল কোর্স থেকে বঞ্চিত হচ্ছি।
জুনের শুরুর দিকে লকডাউন শিথিল করায় করোনা পরিস্থিতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।