করোনাকালে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন- আয়েবার ভূমিকা এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে প্যারিসে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, প্যারিসে করোনার প্রকোপ শুরু হলে সবার মতোই প্রবাসী বাংলাদেশিরাও ঘরবন্দি হয়ে পড়েন, সরকারি সহযোগিতা কিংবা কাজ না থাকায় অনেকেই আর্থিক এবং খাদ্যকষ্টে পড়লে আয়েবা তাদের পাশে দাঁড়ান।
বিভিন্ন ব্যক্তি ও পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন আয়েবা।
যারা করোনায় আক্রান্ত হয়ে সেলফ আইসোলেশনে যেতে পারছেন না, তাদের জন্য আইসোলেশন সেন্টার খোলা হয়।
পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের ফ্রান্সে ফেরত আনার জন্য আয়েবা উদ্যোগ নেন।
প্যারিসের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রথম দফায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৪৭ জন প্যারিসে ফিরে আসেন।
এই বিশেষ ফ্লাইটি দ্বিতীয় দফায় ১৯০ প্রবাসী বাংলাদেশি নিয়ে খুব শিগগির প্যারিসে আসবে।
আয়েবা এর আগেও ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিত হয়ে পড়া অভিবাসীদের বৈধতার দাবি নিয়ে ব্রাসেলসে ইউরোপিয়ান হেডকোয়ার্টার, ইউরোপের বিভিন্ন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে।
কাজী এনায়েত উল্লাহ বলেন, বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আয়েবা কার্যকরী ভূমিকা পালন করে আছেন।