ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার ইরানের ইসফাহান প্রদেশের নাতাঞ্জে পারমাণবিক স্থাপনায় আগুন লেগেছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে। স্থাপনায় কাজ আগের মতই চলছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইরানের আণবিক শক্তি সংস্থা প্রাথমিকভাবে আগুনের তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালবন্দি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে বলেছেন, পারমাণবিক ওই স্থাপনায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। স্থাপনাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ইরানে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা নজরদারিতে রেখেছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সেগুলোর অন্যতম।

নাতাঞ্জ শহরের গভর্নর রমজান আলী ফেরদৌসি জানান, অগ্নিনির্বাপন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলতে পারেননি।

ইরান ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে রাজি হয় তেহরান।

যুক্তরাষ্ট্র ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে চুক্তি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে ইরানের ওপর অর্থনীতির একের পর আঘাত হানা হয়। পরে তেহরান পারমাণবিক প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.