কুয়েতে শপিংমল ও পার্ক ৩০ জুন থেকে খুলে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভিন্ন দেশের অধ্যুষিত অভিবাসীদের আবাসিক এলাকা মাহবুউল্লা, ফারওয়ানিয়া এবং জিলিবেতে লকডাউন অব্যাহত থাকবে।
স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্য ঝুঁকির উপর নির্ভর ও পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে লকডাইন তুলে নেয়া হবে।
সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমলগুলো খোলা থাকবে। এছাড়া প্রতিদিন রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।
বিশেষ নির্দেশাবলী মেনে রেস্তোরাঁ ও ক্যাফে পার্সেল বিক্রি করতে পাবে। তবে বসে খাওয়া যাবে না। ডিপার্টমেন্ট স্টোর খোলা থাকবে। পাবলিক পার্ক খোলা থাকবে তবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি।
সরকারি ও বেসরকারি খাতে কর্মীর সংখ্যা ৩০ ভাগের কম দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করা হবে। নির্মাণাধীন কাজ পুনরায় শুরু করা হবে।
কুয়েত সরকার ১ আগস্ট হতে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, স্বাস্থ্য নির্দেশিকা মেনে ৩০ ভাগ ফ্লাইট পরিচালনা করা হবে।
আগত যাত্রীদের অবশ্যই আরবিতে অনুবাদ করা নিজ দেশ হতে পিসিআর সনদ সঙ্গে থাকতে হবে।