দুবাই-আবুধাবীগামী যাত্রীদের বিশেষ ব্যবস্থায় পৌছানোর ব্যবস্থা করবে বিমান

১৬ জুলাই পর্যন্ত বিমানের দুবাই ও আবুধাবী রুটের সব ফ্লাইট স্থগিত

আগামী ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশ বিমানের দুবাই ও আবুধাবী রুটের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে এই সময়ে যে সব যাত্রী বিমানের টিকিট কেটেছিলেন তাদের বিশেষ ব্যবস্থায় পরিবহন করা হবে। বিমানের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জাননো হয়েছে।

বিমানের উপ মহা ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সিভিল এভিয়েশন বিমানকে আগামী ১৬ জুলাই ২০২০ পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু অনিবার্য কারণবশত এই ফ্লাইটসমুহ পরিচালনা স্থগিত করা হয়েছে।

তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিংকৃত দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় পরিবহন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে। যাত্রীদের বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য দীর্ঘদিন পর আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ এয়ারলাইন্স।

বলা হযেছিল ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ঢাকা-আবুধাবি রুটেও ৭ জুলাই থেকে সপ্তাহে চারদিন (মঙ্গল, বুধ, শুক্র ও রোববার) নিয়মিত বিমানের ফ্লাইট চলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.