কাল জাপানের ওসাকা পরশু নারিতা যাচ্ছে এমিরেটস এয়ারলাইন্স

১৫ জুলাই থেকে অ্যাথেন্স, বার্সেলোনা, ব্রাসেলস, মিউনিখ, রোম, ওয়াশিংটন ডিসি

মধ্যপ্রাচ্যের অন্যতম বড় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স বাংলাদেশী যাত্রীদের জাপান নিয়ে যাবার পথ তৈরী করে দিচ্ছে। কাল থেকে তাদের গন্তব্যে যোগ হচ্ছে জাপানের দুটি প্রধান শহর। এগুলো হলো ওসাকা ও নারিতা। এরমধ্যে কাল ৭ জুলাই যাত্রা শুরু হবে দুবাই টু ওসাকা পরশু ৮ জুলাই দুবাই টু নারিতা। এরিমেটস কতৃপক্ষ জানিয়েছে বাংলাদেশী কোন যাত্রী যদি জাপান যেতে চান তাহলে তিনি দুবাই এসে ট্রানজিট হয়ে জাপান যেতে পারবেন।

যাত্রীদের জন্য এমিরেটস এয়ারলাইন্সের শিগগির অন্য যে সব রুট চালু হবে সেগুলো হলো :

# ওসাকা (0৭ জুলাই থেকে) থেকে

# নারিতা (0৮ জুলাই) থেকে

# আম্মান, অ্যাথেন্স, বার্সেলোনা, ব্রাসেলস, গ্লাসগো, লার্নাকা, মিউনিখ, রোম, ওয়াশিংটন ডিসি (১৫ জুলাই) থেকে

# মালে (১৬ থেকে জুলাই)

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.