বৈশ্বিক মহামারি করোনার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে আটকেপড়া ১৫০ জনকে নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট ফ্রান্সে পৌঁছেছে।
শনিবার ভোররাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ ফ্লাইটটি ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে প্যারিসের চার্লস দ্য গোল (সিডিজি) বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেনসহ আরও অনেকে। ফ্লাইটি পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন,
রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেনু মিয়াকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক আলী হোসেন।
এদিকে, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সর্বস্তরের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিরে আসা বাংলাদেশিরা।
আগত প্রবাসী বাংলাদেশিদেরকে ফরাসি সরকারের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।