আগামীকাল রোববার (১২ জুলাই) থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমানসংস্থা নভোএয়ার।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতির পর কাল থেকে শুরু হচ্ছে এই রুটে বিমান চলাচল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, নভোএয়ারের একটি ফ্লাইট প্রতিদিন ঢাকা থেকে বিকেল ৩টা ১৫ মিনিটে ছেড়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে
বরিশালে অবতরণ করবে। আবার বিকেল ৪টা ২৫ মিনিটে বরিশাল থেকে ছেড়ে বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
তারা জানায়, নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল।
গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও ১১ জুন যশোর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়।
সেই ধারাবাহিকতায় বরিশাল রুটে ১২ জুলাই থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক।