রাত ৯টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার এরাবিয়া। এরপর রাত ১০ টা ২০ মিনিটে আবার শারজার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। বতর্মানে ফ্লাইটটি ৩৬ হাজার ফুট উপরে অবস্থান করছে।
স্থানীয় সময় রাত ২টা ১৩ মিনিটে ফ্লাইটটি শারজাহ আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জি৯৫১৪/এবিওয়াই৫১৪ ফ্লাইটটি পরিচালিতে হয়েছে এয়ারবাস ৩১০ মডেলের উড়োজাজ দিয়ে। জানগেছে শতভাগ যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকা ছেড়েছে।