জঙ্গিবিমান তৈরির এলিট কাবে জাপান

aj201408210049-webপঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান তৈরি করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো শীর্ষ দেশের তালিকায় স্থান করে নিয়েছে জাপান।
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও নকশায় প্রস্তুত স্টিলথ জঙ্গিবিমানটি গত শুক্রবার প্রথমবারের জন্য আকাশে ওড়ায় দেশটি। এক্স-২ নামের জাপানের তৈরি এই স্টিলথ জঙ্গিবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি জঙ্গিবিমান এফ-৩৫ লাইটনিং ২, রাশিয়ার তৈরি টি-৫০ ও চীনের তৈরি জে-২০ ও জে-৩১ জঙ্গিবিমানকে টক্কর দিতে সম। এক্স-২ এর আরেক নাম ‘শিনশিন’ যার অনুবাদ করলে দাঁড়ায় ‘হৃদয়ের স্পন্দন’। যথার্থই জাপানিদের হৃদয়ের স্পন্দন এই স্টিলথ জঙ্গিবিমানটি তৈরি করতে তাদের এক দশকেরও বেশি সময় এবং ২৯৪ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছে।
জাপানের প্রতিরা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তাকাহিরো ইয়োশিদার মতে, স্টিলথ জঙ্গিবিমান এক্স-২ এর রয়েছে উচ্চমানের রণকৌশল নৈপুণ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.