সংযুক্ত আরব আমিরাতে বড় আকারের অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির আজমান আমিরাতের একই নামের রাজধানী আজমানের শিল্পাঞ্চলে বুধবার সন্ধ্যায় এ আগুন ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আগুনটি নিয়ন্ত্রণে আনা গেছে। এতে কেউ হতাহত হননি। এ খবর দিয়েছে দ্য গাল্ফ নিউজ।
খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে দুবাই, শারজাহ ও উম আল কোয়াইন সিভিল ডিফেন্সের সহায়তায় কয়েক ঘণ্টার মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আজমান সিভিল ডিফেন্স।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন ছড়িয়ে পড়ার পর নিকটস্থ একটি হাসপাতাল থেকে লোকজন সরিয়ে ফেলা হয়।
ঠিক কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।