করোনায় নাকাল গোটা বিশ্ব। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। করোনাকে রোখার শক্তি নেই কারো।
একমাত্র স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার মধ্য দিয়েই কেবল সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
অনেকে মনে করতেন যে একেক সিজন তথা মৌসুমে করোনা হয়তো ভিন্নরকম আচরণ করবে।
কিন্তু সোমবার (১০ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে করোনা কোনো সিজন বা মৌসুম মানে না।
সুতরাং করোনার বিরুদ্ধে যে লড়াই সেটা থামানোর সুযোগ নেই। থামালে সেটা হিতে বিপরীত হয়ে দেখা দিতে পারে। খবর আল জাজিরার।