প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে বোয়িংয়ের

our_company1_gen_infoত্রৈমাসিক মুনাফায় ৯ শতাংশ পতনের কথা জানিয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি বোয়িং। কেসি-৪৬ রিফুয়েলিং ট্যাংকার-সম্পর্কিত কর-পরবর্তী ব্যয়ের কারণে মুনাফা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য ট্যাংকারটি নির্মাণ করছে বোয়িং। খবর রয়টার্স।
চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ কোম্পানিটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২২ কোটি ডলার (৮৩ কোটি ৬০ লাখ পাউন্ড) বা শেয়ারপ্রতি ১ দশমিক ৮৩ ডলার। এক বছর আগে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ ছিল ১৩৪ কোটি ডলার বা শেয়ারপ্রতি ১ দশমিক ৮৭ ডলার।
প্রথম প্রান্তিকে বোয়িং একটি ট্যাংকারের জন্য ১৫ কোটি ৬০ লাখ ডলার বা শেয়ারপ্রতি ২৪ সেন্ট ব্যয় করেছে। পেনশন ও অন্যান্য ব্যয় বাদে মূল আয় শেয়ারপ্রতি ১ দশমিক ৯৭ ডলার থেকে কমে শেয়ারপ্রতি ১ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে রাজস্ব ২ শতাংশ বেড়ে ২ হাজার ২৬৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বোয়িংয়ের বাণিজ্যিক বিমান সরবরাহ ৪ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭৬টিতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.