তুরস্কে গাড়ি বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

TURKEY-BLASTতুরস্কের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের পুলিশ সদর দপ্তরে গাড়ি বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর এসেছে।

রয়টার্স বলেছে, সিএনএন টার্কের ফুটেজে গাজিয়ানতেপ শহরের ওই পুলিশ স্টেশনের গেইটের কাছে বিধ্বস্ত গাড়ির খণ্ডগুলোর ছবি দেখানো হয়েছে।

কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের ট্রাকও দেখা গেছে বিস্ফোরণের স্থলে, যা কয়েক কিলোমিটার দূর থেকে টের পাওয়া গেছে বলে সিএনএন বলছে। বিস্ফোরণের শব্দে কাছাকাছি ভবনগুলোর জানালার কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর আলি ইয়েরলিকায়ার বরাত দিয়ে সিএনএন টার্ক বলেছে, বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নয় জন পুলিশ সদস্য।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ওই বিস্ফোরণে ছয় পুলিশ কর্মকর্তাসহ অন্তত নয়জন আহত হয়েছেন বলে গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়।

সিরীয় সীমান্তবর্তী এই শহরের আরেকটি পুলিশ স্টেশনে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.