যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের জিয়ান শহরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টায় জিয়ান শহরের নিপটন নামক একটি সড়কে প্লেনটি বিধ্বস্ত হয়।
রোববার (০১ মে) পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এদিকে দুর্ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পাশাপাশি তদন্ত করছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।