৪০ হাজার মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করবে রাশিয়া

রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন আগামী সপ্তাহে দেশটির অন্তত ৪০ হাজার মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশীয় গবেষকদের পাশাপাশি এর তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন বিদেশি গবেষকদের একটি দলও।

এছাড়াও লাতিন আমেরিকার দেশ পেরুতে অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ট্রায়াল বা পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিসকারা।

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের শেষ নাগাদ ব্যবহার উপযোগী করোনার কার্যকরী ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

কোনকিছুতেই নিয়ন্ত্রণে আসছেনা বিশ্বের করোনা পরিস্থিতি। বিভিন্ন দেশের সরকারের নেয়া নানা পদক্ষেপ আর বিধিনিষেধ সত্ত্বেও নেই কোন আশার আলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.