হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

hospital_airstrikeসিরিয়ায় একটি হাসপাতালে বিমান হামলায় ৩০ জন নিহত হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে যেখানে যুদ্ধক্ষেত্রে থাকা হাসপাতাল, স্বাস্থ্য কর্মী ও রোগীদের নিরাপত্তা দাবি করা হয়েছে।

গত বুধবার আলেপ্পোতে আল কুদস নামে এই হাসপাতালটির উপর হামলা চালানো হয়।

এটি ছিল আন্তর্জাতিক সংস্থা মেডিসে স ফ্রঁতিয়ে বা এমএসএফ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সমর্থনে পরিচালিত।

বিমান হামলা চালিয়ে হাসপাতালটি একেবারে গুড়িয়ে দেয়া হয়, নিহত হয় রোগী এবং চিকিৎসকেরাও।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বক্তব্য, হাসপাতালের উর সরাসরি এবং আন্তর্জাতিক হামলা যুদ্ধাপরাধের শামিল।

এদিকে সদস্য রাষ্ট্রগুলোকে নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব মেনে চলার অনুরোধ জানিয়ে এমএসএফের প্রেসিডেন্ট জোয়ান লিউ বলছেন, ‘আমরা রোগীদের পেছনে ফেলে রেখে যাব না, চুপচাপও বসে থাকবো না। কেউ যদি স্বাস্থ্য সেবা পেতে চায় কিংবা দিতে চায়, তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না’।

গত বছরও আফগানিস্তানে একটি হাসপাতালে মার্কিন বিমান হামলায় ৪২ জন মারা যায়।

পরে মার্কিন বাহিনী এ হামলার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ না আনায় অসন্তোষ প্রকাশ করেছিল এমএসএফ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.