বাংলাদেশে ডাচ সহায়তা বৃদ্ধিতে প্রয়োজন ঢাকার সক্রিয়তা

dutchমাঈনুল ইসলাম নাসিম : গত নভেম্বরে নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী সফরের ‘সরাসরি সুফল’ পেতে শুরু করেছে বাংলাদেশ। কৃষি ও স্বাস্থ্যখাত সহ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা উন্নয়নে কয়েক মিলিয়ন ইউরো ডাচ তহবিল নিশ্চিত হয়েছে প্রধানমন্ত্রীর সফরের ‘ডিরেক্ট আউটকাম’ হিসেবে। তবে ‘ল্যান্ড রেকলামেশন’ সহ উপকূলীয় অঞ্চল ও নদী মোহনা ব্যবস্থাপনায় ডাচ প্রযুক্তিগত সহায়তা কাজে লাগাবার পাশাপাশি ব-দ্বীপ পরিকল্পনা (বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০) বাস্তবায়নের পথে অগ্রসর হতে ঢাকার আরো সক্রিয়তার ওপর জোর দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগ সিটিতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল।

নেদারল্যান্ডস-বাংলাদেশ দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সর্বশেষ আপডেট নিয়ে ২ মে সোমবার এই প্রতিবেদকের সাথে কথা বলছিলেন রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। তিনি জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ফলোআপ হিসেবে চলতি মাসেই ঢাকায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিপাক্ষিক ‘ফরেইন অফিস কনসালটেশন’ এফওসি বৈঠক। ডাচ পররাষ্ট্র সচিব যাচ্ছেন ঢাকায়। ছয় মাস আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডস সফরের সময় দুই দেশ যেসব সিদ্ধান্তে একমত হয়েছিল, তার অগ্রগতির বিষয়টি ফোকাস হবে ৩১ মে অনুষ্ঠিতব্য এফওসি-তে”।

রাষ্ট্রদূত বলেন, “পানি ব্যবস্থাপনা ও বন্যা প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহীত ব-দ্বীপ পরিকল্পনা (বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০) বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপের অংশ হিসেবে নেদারল্যান্ডস সরকার গত ডিসেম্বরে ২ মিলিয়ন ইউরো বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়। ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টরে ৫ বছর মেয়াদী প্রজেক্টে উক্ত অর্থ ব্যয় করা হবে ভোকেশনাল শিক্ষা ও প্রফেশনাল প্রশিক্ষণ খাতে এবং এই প্রজেক্টের কাজকর্ম শুরু হবে চলতি বছরই আগস্ট-সেপ্টেম্বর নাগাদ”।

পৃথিবী জুড়ে উপকূলীয় অঞ্চলে ক্ষতির ঝুঁকিতে আছে এমন দেশগুলোর আন্তর্জাতিক ফোরাম ‘ডেল্টা কোয়ালিশন’-এ বাংলাদেশ যোগ দিচ্ছে বলে জানান রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। জোটের শরীক অন্য দেশগুলো হচ্ছে কলম্বিয়া, মিশর, ফ্রান্স, ইন্দোনেশিয়া, জাপান, মোজাম্বিক, মিয়ানমার, নেদারল্যান্ডস, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেদারল্যান্ডস সফরের সময় বাংলাদেশকে ডেল্টা কোয়ালিশনে যোগ দেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল নেদারল্যান্ডস। আসছে সপ্তাহে ৯-১০ মে রটারডামে ‘সাসটেইনেবল আর্বান ডেল্টাজ’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের কনফারেন্সে যোগ দিচ্ছেন বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

প্রসঙ্গত, ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর সুনির্দিষ্ট লক্ষ্যগুলো হচ্ছে বন্যা ও জলবায়ু পরিবর্তন জনিত বিপর্যয়

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.