সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে চার এশীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন। বুধবার দেশটির জেনারেল ডিমার্টমেন্ট অব সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট পত্রিকা।
ওই বিভাগের মুখপাত্র মেজর নাইফ আল শরিফ বলেন, মঙ্গলবার রাতে মক্কার নিয়া থাখের এলাকার এক ভবনের তিনতলায় আগুন ধরে যায়। ভবনটি ছিল একটি অটো মেরামত কারখানা। সেখানকার তিনতলার এক ঘর থেকেই আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে মারা যাওয়া চার বিদেশি শ্রমিক সেখানেই থাকত। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই চার শ্রমিকের সবাই এশিয়ার বাসিন্দা। তবে তারা কোন দেশের নাগরিক ওই মুখপাত্র তা জানাননি।
কারখানার ওই ঘরটিতে কীভাবে আগুন লেগেছে সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। এর কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।