নুহের নৌকা আটলান্টিক পাড়ি দেবে, যাবে ব্রাজিল!

nooh-ark-bg20160506073024কাঠের পূর্ণ কাঠামোয় তৈরি নুহের নৌকা যাবে এবারের অলিম্পিকের দেশ ব্রাজিলে। সেখানে অলিম্পিক গেমসের অন্যতম আকর্ষণ হিসেবে শোভা পাবে এই বৃহৎ শিল্পকর্ম। যার ভেতরে রয়েছে কাঠের তৈরি শত শত প্রাণিকুল।

১৬ লাখ ডলার খরচে তৈরি হয়েছে এই নৌকা। ডাচ কার্পেন্টার জোহান হুইবার চার বছর আগে এই নৌকাটি বানিয়েছেন।

তবে এখন সেটি ব্রাজিল পৌঁছানোই হয়ে গেছে বড় চিন্তার বিষয়। দীর্ঘ এই পথ কেমনে পাড়ি দেবে তা নয়, ববং ভ্রমণে যে খরচ হবে তা নিয়েই এই চিন্তা। আটলান্টিকের বুক চিয়ে ১৫ হাজার মাইল পাড়ি দিতে ২০ লাখ ডলার খরচ হবে।

ধর্মগ্রন্থে যে নুহের নৌকার কথা বলা হয়েছে তাতে হযরত নুহ (আঃ) আল্লাহর নির্দেশে একটি বড় নৌকা বানিয়ে মানুষসহ সকল প্রাণিকুলকে তুলে নিয়ে ভেসে গিয়েছিলে আর তার মাধ্যমেই প্রলয়ংকারী বন্যা থেকে সুরক্ষা মিলেছিলো। সেই প্রতিপাদ্য মাথায় রেখেই হুইবার তার এই নৌকাটি বানিয়েছেন। এর পাঁচটি পাটাতন রয়েছে। যার একেকটি ফুটবল খেলার মাঠের চেয়েও বড়। এটি ৪১০ ফুট দৈর্ঘ, ৯৫ ফুট প্রস্থ আর ৭৫ ফুট উঁচু। এতে মোট পাঁচ হাজার মানুষ একবারে ভ্রমণ করতে পারে।

২০১২ সালে উদ্বোধনের পর এ পর্যন্ত লাখ লাখ পর্যটক এই জাহাজটিতে উঠেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.