এ মাসেই ইরাক ছাড়ছে ২২০০ মার্কিন সেনা

সেপ্টেম্বরের মধ্যেই ইরাক থেকে প্রত্যাহার করা হবে এক-তৃতীয়াংশ মার্কিন সেনা। মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

তিনি বলেন, এ মাসের মধ্যেই ২ হাজার ২০০ মার্কিন সেনা ইরাক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। বর্তমানে ইরাকে ৫ হাজার ২০০ মার্কিন সেনা রয়েছে।

বাকি ৩ হাজার মার্কিন সেনা ইরাকের নিরাপত্তা বাহিনীকে আইএস দমনে সহযোগিতা করার জন্য রেখে দেয়া হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.