সেপ্টেম্বরের মধ্যেই ইরাক থেকে প্রত্যাহার করা হবে এক-তৃতীয়াংশ মার্কিন সেনা। মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি ও আল জাজিরার।
তিনি বলেন, এ মাসের মধ্যেই ২ হাজার ২০০ মার্কিন সেনা ইরাক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। বর্তমানে ইরাকে ৫ হাজার ২০০ মার্কিন সেনা রয়েছে।
বাকি ৩ হাজার মার্কিন সেনা ইরাকের নিরাপত্তা বাহিনীকে আইএস দমনে সহযোগিতা করার জন্য রেখে দেয়া হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন।