দুর্নীতি এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নিজের চাচার মৃত্যুদণ্ড কার্যকর করার পর মুণ্ডুবিহীন মরদেহ সরকারি অফিসের সামনে ঝুলিয়ে রেখেছিলেন কিম জং উন।
সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সতর্ক করে দিতে তিনি এমন নৃশংস শাস্তি চাচা জ্যাং সং থায়েককে দিয়েছিলেন; যাকে উত্তর কোরিয়ার শাসনব্যবস্থার অত্যন্ত ক্ষমতাশালী হিসেবে দেখা হতো।
ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডকে এসব তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন এই প্রেসিডেন্টকে নিয়ে লেখা বব উডওয়ার্ডের বই ‘রেইজ’-এ ঠাঁই পেয়েছে এসব তথ্য।
আগামী ১৫ সেপ্টেম্বর বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।