ফের পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে যাচ্ছে উ. কোরিয়া

011462603795শিগগিরই পঞ্চম দফায় পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। বাণিজ্যিক স্যাটেলাইট থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছেন মার্কিন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজ পরিচালিত দ্য ৩৮ নর্থ নামে একটি ওয়েবসাইটে বলা হয়েছে, প্রাপ্ত ছবিতে দেখা গেছে, সেখানে যে যানবাহনগুলো দেখা গেছে সেগুলো পরীক্ষা সময়কাল ছাড়া অন্য সময়ে দেখা যায়নি। পুংগি রিঅ্যাক্টর সাইটের প্রাপ্ত ছবি এই ইঙ্গিতই দিচ্ছে যে, শিগগিরই পিয়ংইয়ং পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

চার দশকের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সম্মেলনের মাধ্যমে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট কিম জং উন। এছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়া দেশটির ‘মর্যাদা’ বাড়ানো এ সম্মেলন আয়োজনের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.