চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৫৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
প্রতি কার্টন সিগারেট ২ হাজার টাকা হিসাবে বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এনএসআই টিম গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে চালানগুলো আটক করে।
এনএসআই সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা তিন যাত্রীকে চ্যালেঞ্জ করে এসব সিগারেট জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
লকডাউনের পর এটিই সিগারেটের বড় চালান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।