ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টা ৩৫ মিনিটে উড্ডয়ন করবে টার্কিশের ফ্লাইট

আগামী ১ অক্টোবর থেকে প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে টার্কিশের ফ্লাইট তুরস্কের ইস্তানম্বুল থেকে উড্ডয়ন করে পরদিন বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ইস্তানম্বুল পৌঁছাবে।

করোনায় দীর্ঘদিন পর গত ১৭ জুলাই ঢাকা থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করেছিলো সংস্থাটি। এরপর সেপ্টেম্বরে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করা হয়। যাত্রীদের চাহিদা বিবেচনায় ১ অক্টোবর থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামী ১ অক্টোবর থেকে ঢাকা ইস্তানবুল রুটে সপ্তাহে সাতদিনই ফ্লাইট চালাবে তুরস্কের জাতীয় পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্স।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানায় সংস্থাটি। সংস্থটি জানায়, যাত্রী চাহিদা বাড়ায় করোনার আগের সময়ের মতো সপ্তাহে সাতদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.