পাকিস্তান সীমান্তে অতিরিক্ত ৩ হাজার সেনা মোতায়েন ভারতের

লাদাখে চীন-ভারতের উত্তেজনার কারণে সেখানে বিপুল সেনা মোতায়েন করেছে দিল্লি। এরই মধ্যে পাকিস্তানের সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে কাশ্মীর সীমান্তে অতিরিক্ত তিন হাজার সেনা মোতায়েনে করেছে ভারত। শনিবার এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সূত্রের বরাতে বলা হয়েছে, সেনারা নিয়ন্ত্রণ রেখায় সন্ত্রাসীদের অনুবেশের চেষ্টা ঠেকাতে সক্ষম হয়েছে। অতিরিক্ত সেনা সীমান্তে সন্ত্রাসীদের বড় ধরনের প্রায় সব অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করতে সক্ষম হবে। সম্প্রতি গারেজ সেক্টরে সেনাবাহিনী অনুপ্রবেশ ঠেকাতে সফল হয়েছে।

সূত্রটি বলছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক ব্যাটালিয়ান অতিরিক্তে সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ। চীনকে সমর্থন জানাতে ভারতের ওপর বাড়তি চাপপ্রয়োগের অংশ হিসেবে এই সেনাদের মোতায়েন করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

সম্প্রতি কাশ্মীরের শ্রীনগর সফর করেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতিও খতিয়ে দেখেন। এসময় সেনা কর্মকর্তারা তাকে নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি জানান। এরপরই পাক সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হল।

-যুগান্তর

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.