পর্যটকদের অতিরিক্ত চাপে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় রুখতে কোহ তাচাই দ্বীপ বন্ধের উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ বলছে, অতিরঞ্জিত পর্যটনের কারণে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
কোহ তাচাই দ্বীপ থাইল্যান্ডের ফাং এনগা প্রদেশের সিমিলান জাতীয় পার্কের অন্তর্ভুক্ত। দেশটির অধিকাংশ জাতীয় সামুদ্রিক পার্ক বর্ষকালের জন্য মে মাসের মাঝামাঝি থেকে মধ্য-অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে। কিন্তু কোহ তাচাই দ্বীপ আর পর্যটনের জন্য খোলা হবে না।
কোহ তাচাই দ্বীপটি পর্যটক ও ডাইভারদের কাছে জনপ্রিয়। পর্যটন বন্ধ হলেও এ দ্বীপের কয়েকটি ভাইভিং সাইটে যাওয়ার অনুমিত পাবেন ডাইভাররা।
থাইল্যান্ডের জাতীয় পার্ক বিভাগের মহাপরিচালক তুনিয়া নেতিথামাকুল বলেছেন, দ্বীপ ও সাগরের পরিবেশ রক্ষায় এটি বন্ধ করতে হচ্ছে আমাদের। পর্যটন কর্মযজ্ঞে ধ্বংসের আগে এটি রক্ষা করতে এ কাজ করতে হচ্ছে।
দেশটির স্থানীয় গণমাধ্যমের খবর মতে, কোহ তাচাই দ্বীপের সৈকতে একসঙ্গে ৭০ জন পর্যটক ভালো পরিবেশে অবস্থান করতে পারেন। কিন্তু কখনো কখনো এ সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যায়। তাদের খাবারের উচ্ছিষ্ট ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সৈতকে ফেলে দেয়। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।