প্রথম দিনেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ড. শফিক

dr marketingএভিয়েশন নিউজ : প্রথম দিনেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিমানের নতুন পরিচালক (মার্কেটিং এন্ড সেল্স) ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিমানের মার্কেটিং বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা জানাতে আসা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি এয়ারলাইন্সের হৃদপিন্ড হল মার্কেটিং বিভাগ। তাই সবার স্বার্থে এই হৃদপিন্ডটাকে বাচিয়ে রাখতে হবে। এজন্য যা যা করা দরকার তাই করতে হবে।

বুধবার রাস্ট্রীয় এয়ারলাইন্স সংস্থা বাংলাদেশ বিমানের পরিচালক মার্কেটিং এন্ড সেল্স (ডিএমএস) হিসাবে নিয়োগ দেয়া হয় ড. শফিকুর রহমানকে। এর আগে তিনি পরিচালক প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করেছেন । তিনি বুধবার এলপিআর এ যাওয়া পরিচালক মার্কেটিং মোঃ শাহনেওয়াজের স্থলাভিষিক্ত হলেন।
ড. শফিকুর রহমান ১৯৮৬ সালে কমার্শিয়াল অফিসার হিসাবে বিমানের মাকেটিং বিভাগে যোগদান করেন। দীর্ঘদিন শুনামের সঙ্গে এ পদে দায়িত্ব পালন করায় পদোন্নতি পেয়ে তিনি ২০০৬ সালে জেনারেল ম্যানেজার (মার্কেটিং) হিসাবে নিযুক্ত হন।

তিনি বিমানের ঢাকা জেলা সেল্স ম্যানেজারসহ একাধিক বৈদেশিক স্টেশনেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি জেনারেল ম্যানেজার প্রকিউরমেন্ট এন্ড লজেস্টিক সাপোর্ট হিসাবে যোগদান করেন। কিছুদিনের মধ্যে তিনি এই শাখার ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে পদোন্নতি পান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.