পুনরায় ফ্রান্স এবং পোল্যান্ডে আংশিকভাবে লকডাউন চালু করা হয়েছে।
সম্প্রতি দেশ দুটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। সংক্রমণ কমাতে আংশিক লকডাউনের পথে হেঁটেছে দেশ দু’টি। খবর বিবিসির।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ১৬টি এলাকার অন্তত ২১ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে দেশে করোনাভাইরাসের তৃতীয় তরঙ্গের শঙ্কা রয়েছে।
এদিকে পোল্যান্ডে দোকানপাট, সাংস্কৃতিক এবং খেলাধূলার যাবতীয় ইভেন্ট তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশে গত নভেম্বরের পর দৈনিক সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে জার্মানিতে। বিষয়টি বিবেচনা করে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, তার দেশেও লকডাউন দেওয়া জরুরি হয়ে পড়েছে।
সূত্র: বিবিসি