জার্মানিতে করোনা প্রতিরোধে টিকার উদ্ভাবক মুসলিম দম্পতিকে সর্বোচ্চ সম্মাননা

জার্মানি মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম সফল টিকা উদ্ভাবক, তুর্কি বংশদ্ভুত মুসলিম জার্মান দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেজিকে দেশটির সর্বোচ্চ সম্মাননা দিয়েছে ।

জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে দেশটির সর্বোচ্চ ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা পুরস্কার ওই দম্পতির হাতে সম্মাননা তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তুরস্ক থেকে ১৯৬০-এর দশকে জার্মানিতেসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেজি জন্ম নেন।

তারা চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যান্সার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তুলে টিকা আবিষ্কার করে চূড়ান্ত সাফল্য দেখালেন।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.