ফের কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে জার্মানি।
আঞ্চলিক নেতাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার পর দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছেন, দেশজুড়ে পাঁচদিনের জন্য কঠোর লকডাউন জারি করা হবে।
আগামী ৪ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
মেরকেল বলেন, আমরা একটি নতুন মহামারিতে প্রবেশ করেছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে।
এটি আগের ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক।
ইউরোপে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সেকারণে জার্মানি ছাড়াও অন্যান্য ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যেই নতুন করে কড়াকড়ি এবং বিধি-নিষেধ আরোপ করতে শুরু করেছে।
আগামী ১৮ এপ্রিল পর্যন্ত জার্মানিতে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা বন্ধ থাকবে। কিন্তু মেরকেল এবং দেশটির ১৬ রাজ্যের প্রধান এক বৈঠকের পর আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে।