আগামী ১৮ এপ্রিল পর্যন্ত জার্মানি করেনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করবে।
এবং দেশটি করেনাভাইরাস সংক্রমণ রোধে ইস্টার উদযাপনকে সামনে রেখে পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে।
মঙ্গলবার সকালে আঞ্চলিক নেতাদের সাথে আলোচনার পর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ কথা বলেন। খবর এএফপি’র।
সাংস্কৃতি, অবসর এবং ক্রীড়া কেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মার্কেল ও জার্মানির ১৬টি রাজ্য প্রধানমন্ত্রী আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন।
খবরে বলা হয়, এ পাঁচ দিন দেশের প্রায় সকল দোকান-পাট বন্ধ থাকবে এবং ইস্টার পালন উপলক্ষ্যে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে।
আগামী ৩ এপ্রিল শনিবার কেবলমাত্র মুদি দোকানগুলো খোলা রাখার অনুমতি পাবে।
সূত্র: বাসস