মাঝরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ ডেস্কে দাঁড়িয়ে আছেন সুদর্শন এক যুবক।
কিছুক্ষণ পরেই তিনি উড়াল দেবেন নিজ মাতৃভূমি ভারতের উদ্দেশে।
কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে করোনামুক্ত হওয়ার সনদ তুলে দিয়ে দ্রুত ক্লিয়ারেন্স দেয়ার অনুরোধ জানান তিনি।
তার আচরণ অস্বাভাবিক মনে হলে স্বাস্থ্য কর্মকর্তা বারকোড স্ক্যানার দিয়ে সনদটি স্ক্যান করেন।
তাৎক্ষণিকভাবে ধরা পড়ে তার করোনা সনদ নকল।
জানা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পরেও নকল সনদ তৈরি করে দেশে ফেরার চেষ্টা করছিলেন ওই ভারতীয় যুবক।
এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে বিমানবন্দর এলাকা সরগরম হয়ে ওঠে।
স্বাস্থ্য কর্মকর্তারা তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে ওই যুবক নকল সনদের বিষয়টি স্বীকার করেন।
ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই যুবককে চিকিৎসার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।