সরকারের সমালোচনা করে কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিবৃতি দেয়ায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ১০ অ্যাডমিরালকে গ্রেফতার করেছে তুরস্ক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সম্প্রতি সুয়েজ খালের মতো ইস্তাম্বুলে একটি খাল খননের উচ্চাভিলাসী প্রকল্পের অনুমোদন দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এটি আইন এবং আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে, যৌথ বিবৃতি দেন দেশটির নৌবাহিনীর অবসরপ্রাপ্ত একশ’ অ্যাডমিরাল।
এ বিবৃতিকে অভ্যুত্থানচেষ্টার সঙ্গে তুলনা করে তদন্ত শুরু করে তুর্কি কর্তৃপক্ষ। ঐ তদন্তের চলাকালীন ১০ অ্যাডমিরালকে আটক করা হলো। আরো চার অ্যাডমিরাল আটকের সিদ্ধান্ত হলেও, বয়স বিবেচনায় তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি সরকার।