পাকিস্তানে বাণিজ্যিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির প্রথম ধাপে হাজার হাজার মানুষ মোটা অঙ্কের অর্থ খরচ করে ভ্যাকসিন কিনছে।
দেশটিতে সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হচ্ছে সামনের সারির স্বাস্থ্যকর্মী ও ৫০ বছরের বেশি বয়সীদের।
কিন্তু ভ্যাকসিন দেয়ার এই গতি বেশ ধীর। এই প্রেক্ষিতে গতমাসে পাকিস্তান সরকার সাধারণ মানুষদের জন্য বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানির অনুমতি দেয়।
বাণিজ্যিকভাবে বিক্রির প্রথম ধাপে রাশিয়ার স্পুটনিক ৫ ভ্যাকসিনের দুই ডোজ কেনার সুযোগ দেয়া হয়েছে।
এই দুই ডোজ প্যাকের মূল্য রাখা হয়েছে ১২ হাজার পাকিস্তানি রুপি।
গত সপ্তাহ থেকে বেসরকারিভাবে ভ্যাকসিন কিনে প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে।
মূল্য চড়া হলেও প্রচুর মানুষ এই ভ্যাকসিন কিনছে।
রোববার করাচির ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, সবগুলো ভ্যাকসিন ইতোমধ্যে শেষ হয়ে গেছে।