আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৫৩

Aleppo-bg20160606132956সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।

আলেপ্পোর আল-কাত্রিজি উপকণ্ঠের একটি এলাকায় এ হামলা চালানো হয়। ‍যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র রোববার (৫ জুন) এ খবর দিয়েছে।

সোমবার (৬ জুন) এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রাক্কা প্রদেশে আগ্রাসনের মধ্যে আল-কাত্রিজি এলাকায় সরকারি বিমান বাহিনী বিস্ফোরক ও ছররা ভর্তি কয়েক ডজন সিলিন্ডার ও ব্যারেল বোমা নিক্ষেপ করে। এতে ৫৩ জনের প্রাণহানি হয়। আহত হয় আরও বেশ কিছু মানুষ।

এর আগে শহরের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের মর্টারের গোলায় নিহত হয় ৮ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.